ঝিনাইগাতীতে গৃহবধূ ধর্ষণ



শেরপুরের ঝিনাইগাতি উপজেলার ঘাগড়া দক্ষিণপাড়া গ্রামে   25 বছরে এক মহিলাকে ধর্ষণ করেছে । চান্দু (35), ধর্ষিতা জানান,বেশ কিছুদিন ধরে চান্দু তাকে উত্ত্যক্ত করে আসছিল। এবং তাকে অনেকবার কু প্রস্তাব দিয়েছিল ।ওই মহিলার রাজি না হওয়াতে । শুক্রবার ভোররাতে স্বামী বাড়িতে না থাকায় তাকে একা পেয়ে ধর্ষণ করে চান্দু ।এ নিয়ে একটি মামলা হয়েছে ঝিনাইগাতী থানা তে।





এবং ঘটনার সত্যতা নিশ্চিত করেছে ঝিনাইগাতী থানার ওসি মোঃ আব্দুল কাদের।

শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট