সীমান্তের ওপারে পড়ে আছে বাংলাদেশির লাশ



চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বারাদি সীমান্তবর্তী ভারতের 100 গজ অভ্যন্তরে মমিনুল ইসলাম 42 নামে এক বাংলাদেশিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা ।

রোববার রাতে এ ঘটনা ঘটে নিহত অহিদুল ইসলাম উপজেলার নাস্তিক পুর গ্রামের আব্দুল মালেকের ছেলে এবং চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানায় পুলিশ।

স্থানীয়রা জানায় সোমবার বেলা 11 টার দিকে বাড়াদি গ্রামের কৃষকরা বাড়াদি সীমান্তের
৮০ মেইন পিলার বরাবর 16 টি পেলে কাছে ভারতের 105 অভ্যন্তর কৃষি কাজ করতে গিয়ে অহিদুল ইসলাম এর লাশ দেখতে পায়। তারা স্থানীয় বিজিবি ক্যাম্পে খবর দিলে চুয়াডাঙ্গা 6 নং ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমাম হাসান ও দামুড়হুদা থানা পুলিশের ওসি ঘটনাস্থল পরিদর্শন করেন ।
দামুড়হুদা থানা পুলিশের ওসি সুকুমার বিশ্বাস বলেন ।এই হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি ধারণা করা হচ্ছে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ ঘটনা ঘটেছে নিহত ইসলামের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
চুয়াডাঙ্গা 6 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমাম হাসান হত্যাকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।


শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট