![]() |
| photo credit banglarkagoj |
শেরপুরের নালিতাবাড়ীতে বিআরডিবি কৃত পরিচালিত একটি গভীর নলকূপের মালিকানা নিয়ে চলমান দ্বন্দ্বের জেরে পিটিয়ে ও কুপিয়ে আহত ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আমজাদ আলী (৬৫) নামে একজন মারা গেছেন। গত 19 জানুয়ারি শুক্রবার মধ্যরাতে মারধরের পর 28 জানুয়ারি ভোর ছয়টায় মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন ।
জানা গেছে উপজেলা কাওলারা গ্রামে বিআরডিবি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড পরিচালিত গভীর নলকূপের মালিকানা নিয়ে দীর্ঘদিন যাবৎ মুমিন আলী ও আমজাদ আলীর দুই পক্ষের দ্বন্দ্ব মাঝে চলে আসছিল। ঘটনার রাতে নলকূপ টির মালিকানার দাবিদার মমিন আলী ও তার পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে নলকূপ টি দখলে নিতে অতর্কিতে চালকে এরশাদ আলীর উপর হামলা চালায় ।এ সময় তার চিৎকার দখলদার পক্ষের প্রধান কাওলারা কৃষক সমবায় সমিতির সভাপতি আমজাদ আলী দৌড়ে এলে হামলাকারীরা তার ওপর চড়াও হয় এবং বেদম পিটিয়ে ও কুপিয়ে জখম করে ফেলে রাখে ।পরে আশপাশের লোকজন এসে আমজাদ আলীকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হয়ে অবশেষে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ।সেখানে 10 দিন আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে সোমবার ভোর ছয়টা আমজাদ আলী মারা যায়। এদিকে হামলার ঘটনায় 20 জানুয়ারি শনিবার নিহতের ছেলে দেলোয়ার হোসেন বাদী হয়ে মোমেন আলীসহ 13 জনকে আসামি করে নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আমিনুল ইসলাম জানান, দীর্ঘদিনের বিরুদ্ধে জেরে হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে। 13 আসামির মধ্যে দুজন গ্রেফতার, একজন পলাতক এবং অন্যরা জামিনে রয়েছে। তবে আহত আমজাদ আলী মৃত্যুর ঘটনায় মামলাটি হত্যা মামলার রূপ নিবে বলে তিনি নিশ্চিত করেন ।


