নাকুগাঁও স্থলবন্দর-ঢালু সীমান্ত থেকে এবার ভারতের শিলিগুড়ি বাস চালু

নাকুগাঁও স্থলবন্দর-ঢালু সীমান্ত থেকে এবার ভারতের শিলিগুড়ি বাস চালু
ঢালু প্রতিনিধি ★শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর-ভারতের মেঘালয় রাজ্যের বারাঙ্গাপাড়া থানাধীন ঢালু সীমান্তের ভারতীয় ইমিগ্রেশন পয়েন্টের পাশ থেকেই পশ্চিম বাংলার শিলিগুড়ি শহর পর্যন্ত যাত্রিবাহী বাস সার্ভিস চালু হয়েছে। শুক্রবার (১ ফেব্রুয়ারী) থেকে ভারতীয় সময় বেলা তিনটায় বাসটি ঢালু ছইপানি ইমিগ্রেশন অফিসের পাশ থেকে ছেড়ে যায়। একদিন পরপর বাসটি শিলিগুড়ি-ঢালু যাতায়াত করবে। এর আগে ঢালু থেকে প্রায় ৪৮ কিলোমিটার দুরে তুরা শহর থেকে শিলিগুড়ি’র বাস চলাচল করতো।
সম্প্রতি বাংলাদেশ থেকে নাকুগাঁও স্থলবন্দর সীমান্ত দিয়ে ভারতে যাতায়াতকারী যাত্রী সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এবং যাত্রীদের ভোগান্তিরোধে এ সার্ভিস চালু করা হয়েছে বলে ভারতের ইমিগ্রেশনের একটি সূত্রে জানা গেছে। এর আগে গত বছরের ১১ নভেম্বর একই স্থান থেকে এক দিন অন্তর অন্তর বিকেল সাড়ে ৫ টা থেকে ভারতের আসাম রাজ্যের রাজধানী গোয়াহাটিতে ঢালু-গোয়াহাটি বাস সার্ভিস চালু হয়। সীমান্তের একটি বিশ্বস্থ সূত্র এ তথ্যটি নিশ্চিত করেছে।
ঢালু-শিলিগুড়ি বাসটি তুরা হয়ে আসামের পাইকান, গোয়ালপাড়া ব্রহ্মপুত্র ব্রীজ, কুচবিহার হয়ে প্রায় ৫০০ কিলোমিটার দুরত্বের জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬৫০ টাকা। শিলিগুড়ি থেকে বাসটি ছেড়ে আসবে বিকেল ৫ টায় এবং ঢালু সীমান্তে পৌছেবে ভোর ৭ টায়। অপরদিকে ঢালু থেকে বিকেল ৩ টায় ছেড়ে গিয়ে পথে ২ টি যাত্রা বিরতি দিয়ে পরের দিন ভোরে শিলিগুড়ি শহরে পৌছবে বাসটি।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, ১৯৪৮ সালে জেলার নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের নাকুগাঁও সীমান্ত দিয়ে এবং ভারতের মেঘালয় রাজ্যের তুরা জেলার বারাঙ্গাপাড়া থানাধীন ঢালু সীমান্ত দিয়ে দু’দেশের জনসাধাণের পারাপারের জন্য ইমিগ্রেশন চেক পোষ্ট চালু হলেও নানা কারণে তা কিছু দিন চালু থাকার পর বন্ধ হয়ে যায়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৯৭ সালে আবারও চালু হয় ইমিগ্রেশন চেক পোষ্টটি। এছাড়া ২০০৪ সালে এখানে চালু হয় শুল্ক স্টেশন এবং পরবর্তিতে ওই শুল্ক স্টেশনটি পূনাঙ্গ স্থল বন্দরে রূপান্তরিত হয় ২০১৪ সালে। বর্তমানে স্থলবন্দরটি দু’দেশের ব্যবসা মন্দার কারণে অনেকটা স্থবির হয়ে পড়লেও ইমিগ্রেশন চেক পোষ্ট দিয়ে দু’দেশের লোক যাতায়ত ক্রমেই বাড়তে শুরু করেছে।
এ চেকপোষ্ট দিয়ে চলাচলরত ভারত-বাংলাদেশের ভ্রমনকারী এবং ব্যবসায়ীদের সূত্রে জানাগেছে, ভারতের মেঘালয়ের শিলং, আসামের গোহাটি, পশ্চিমবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিংসহ সিকিম, মিজোরাম ও অরুনাচল, নাগাল্যান্ড এবং ভূটান ও নেপালের মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য বৃহত্তর ময়মনসিংহ জেলার মানুষের জন্য সহজতর হয়ে উঠেছে। ফলে দিন দিন বাড়ছে এ চেকপোষ্টের লোক যাতায়াত। মাত্র ৪/৫ বছর আগেও ভারত এবং বাংলাদেশ সীমান্তের দু’পাশেই সড়ক যোগাযোগ ছিল খুবই নাজুক। কিন্তু সম্প্রতি বাংলাদেশের ময়মনসিংহ থেকে শেরপুরের নকলা হয়ে নালিতাবাড়ী উপজেলা সদর হয়ে নাকুগাঁও সীমান্ত পর্যন্ত প্রসস্থ সড়ক নির্মান হয়েছে। ফলে এ সড়কে নাকুগাঁও ইমিগ্রেশন পার হয়ে খুব সহজেই ভারতের বিভিন্ন প্রদেশে যাওয়ার সহজ রুট তৈরী হয়েছে। ভারতের ঢালু-তুরার সড়কের উন্নয়ন কাজ চলছে দ্রুত গতিতে। এছাড়া তুরা থেকে আসাম ও পশ্চিমবাংলার বিভিন্ন জেলায় যাতায়াতের সড়ক ৪ ও ৬ লেইনে উন্নিত করায় ভ্রমনকারীরাও বেশ সাচ্ছন্দে ও আরামে ভ্রমন করতে পারছে।
ফলে এ অঞ্চলের মানুষকে আর প্রায় ৩ শত কিলোমিটার ঘূরে দেশের উত্তরাঞ্চলের বুড়িমাড়ী বা বাংলাবান্দা সীমান্ত দিয়ে দার্জিলিং, নেপাল, ভুটান যেতে হবে না। এছাড়া এ সীমন্ত দিয়ে ভ্রমনে মেঘালয় ও আসাম হয়ে ভূটান, নেপাল বা দার্জিলিং বেড়াতে ভ্রমন পথে ওইসব এলাকার প্রকৃতিক সৈন্দয্য মূল ভ্রমনের আনন্দ অর্ধেকটা পেয়ে যাবে ভ্রমনকারীরা।

আত্মহত্যা করা ডা. আকাশের স্ত্রীর ভিডিও ভাইরাল!

আত্মহত্যা করা ডা. আকাশের স্ত্রীর ভিডিও ভাইরাল!

কুমিল্লার বার্তা ডেস্ক ● মৃত্যুর দুই ঘন্টা আগে ফেসবুক স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের ৪৭ তম এমবিবিএস ব্যাচের ডা. মোস্তফা মোর্শেদ আকাশ।
ফেসবুক স্ট্যাটাসে আত্মহত্যার সিদ্ধান্ত নেয়ার পিছনে তার স্ত্রীর পরকীয়াকে দায়ী করেন। সেই সাথে দায়ী করেন তার শ্বাশুড়ীকেও। এছাড়া আত্মহত্যার পর তার স্ত্রীর একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
এদিকে কি এমন ছিলো তার অভিমান! কেনই বা তাকে এই আত্মহত্যার পথ বেছে নিতে হলো!! সব প্রশ্নের উত্তর তিনি তার মৃত্যুর পূর্বের ফেসবুক স্ট্যাটাসে দিয়ে গেছেন। সেই হৃদয়বিদারক ফেসবুক স্ট্যাটাসটি হুবুহু তোলে ধরা হলো:
আমার সাথে তানজিলা হক চৌধূরী মিতুর ২০০৯ সাল থেকে পরিচয় প্রচন্ড ভালবাসি ওকে। ও নিজেও আমাকে অনেক ভালবাসে আমরা ঘুরে বেড়ায়, প্রেম করে বেড়ায়। আমাদের ভালবাসা কম বেশি সবাই জানে। অনেকে বউ পাগলাও ডাকত।
২০১৬ তে আমাদের বিয়ে হয় বিয়ের কয়েকদিন আগে জানতে পারি কিছুদিন আগে শোভন নামে চুয়েটের ০৮ ব্যচের এক ছেলের সাথে ও হোটেলে রাত কাটায়.. আর কত কি লজ্জা লাগছে সব লিখতে।
ততদিনে সবাইকে বিয়ের দাওয়াত দেওয়া শেষ আমাকে যেহেতু চট্রগ্রামের সবাই চিনে তাই বিয়ে কেনসেল করতে পারিনি লজ্জাতে। ওর মোবাইল এ দেখি ভাইবারে দেখতে পাই মাহবুব নামে কুমিল্লা মেডিকেলের ব্যচম্যটের সাথে হোটেলে সেক্সের ছবি শতশত ছবি।
আমিতো বেচে থেকেও মৃত হয়ে গেলাম। তারপর ক্ষমা চাইল শবে কদরের রাতে কান্না করে পা ধরে আর কখনো এমন হবেনা। আমিও ক্ষমা করে দিয়ে ১বছর ভালভাবেই সংসার করলাম।
তারপর ও দেশের বাইরে আমেরিকা গেল মাঝখানে একবার ঈদ পালন করতে আসল, সেপ্টেম্বরে ২০১৮ আবার চলে গেল ইউএসএমএলই এর প্রিপারেশন নিচ্ছিল সাথে ফেব্রুয়ারীতে ২০১৯ এ আমার ইউএস এ যাওয়ার কথা।
জানুয়ারী ২০১৯ জানতে পারি ও রিগুলার ক্লাবে যাচ্ছে মদ খাচ্চে প্যটেল নামে এক ছেলের সাথে রাত কাটাচ্ছে। আমি বারবার বলছি আমাকে ভাল না লাগলে ছেড়ে দাও কিন্তু চিট করনা মিথ্যা বলনা। আমার ভালবাসা সবসময় ওর জন্য ১০০% ছিল।
আমি আর সহ্য করতে পারিনি। আমাদের দেশেতো ভালবাসায় চিটিং এর শাস্তি নেই। তাই আমিই বিচার করলাম আর আমি চির শান্তির পথ বেচে নিলাম। তোমাদেরও বলছি কাউকে আর ভাল নালাগলে সুন্দর ভাবে আলাদা হয়ে যাও চিট করনা মিথ্যা বলনা।
আমি জানি অনেকে বিশ্বাস করবেনা এত অমায়িক মেয়ে আমিও এসব দেখে ভালবেসেছিলাম। ভিতর বাহির যদি এক হত।সবাই আমার দোষ দিবে সবকিছুর জন্য তাই ব্যখ্যা করলাম।
আমার শাশুড়ী এর জন্য দায়ী এসবের জন্য, মেয়েকে আধুনিক বানাচ্ছে।একটু বেশি বানিয়ে ফেলেছে। উনি চাইলে এখনো সমাধান হত। ও মা তুমি মাফ করে দিও তোমার স্বপ্ন পূরন করতে পারলামনা। মায়ের ভালবাসার কখনো তুলনা চলেনা।
বারবার বলছি ভাল না লাগলে আলাদা হয় যাও চিট করনা, মিথ্যা বলনা বিশ্বাস ভাঙ্গিওনা। হাজার হাজার ছবি আছে আরো খারাপ খারাপ দিলামনা যারা বিলিভ করবে এতেই করবে , না করলে নাই।এই ৯ বছরে বয়ফ্রেনড স্বামী স্ত্রীর মত আবার সাথে সবি করে গেল।
ও আমাকে আর কি ভালবাসল? কিসের বিয়ে করল? আমি শেষ পর্যন্ত চাইছি সব চুপ রেখে সমাধান করে অকে নিয়ে থাকতে। আমার শশুড় আর শাশুড়ী কে বারবার বলছি উনারা সমাধান করতে পারত!
আমার মৃত্যুর জন্য দায়ী আমার বউ ৯টা বছর যাকে ১০০% ভালবাসছি, ওকে প্ররোচনা দিছে মইন মিথি নামে দুই ফ্রেন্ড ওর মা বাবা আমাকে মানসিক কষ্ট দিয়ে মারছে। আমাই এই বেইমানি মেনে নিতে পারিনাই।
তারপর ও ভুলে আমি সুন্দর সংসার করতে চাইছি আমার শাশুড়ি শশুড় আর বউ নামের কলংক করতে দিলনা। আমাকে প্রতি নিয়ত প্রেশার দিয়ে গেছে আমার বউ আমার মার নামে যা তা যা তা বলে গেছে।
আমাকে ভাল না লাগ্লে ছেড়ে চলে যাইতে বলছি ১০০ বার। আমি বোকা ছিলাম তুমি সুখে থেক। অনেকে ওর ফ্যান বিলিভ করবেনা আমি জানি, তবে এটাই সঠিক মরার আগে কেউ মিথ্যা বলেনা আর বাইরে থেকে মানুষের ভিতরের চেহারা বুঝা যায় না। ও সুন্দরী, পড়াই ভাল, গান পাড়ে সত্য কিন্তু ও ভাল অভিনেত্রী ভাল চিটার।যাদের ঈচ্ছা বিলিভ কবে যাদের ঈচ্ছা নাই করবেনা। তবে কাউকে ভালবেসে চিটার গিরি করনা।
বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) ভোর রাতে তিনি আত্মহত্যা করেন। তার মৃত্যুতে পরিবার আত্মীয় স্বজন সহ শোকের ছায়া নেমে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে। ডা. মোস্তফা মোর্শেদ আকাশের অকাল মৃত্যুতে মেডিভয়েস পরিবার গভীর ভাবে শোকাহত।

কুমিল্লায় ৯৯৯ নম্বরে নারীর ফোন! ঘটনাস্থলে গিয়ে অবাক এসআই

কুমিল্লায় ৯৯৯ নম্বরে নারীর ফোন! ঘটনাস্থলে গিয়ে অবাক এসআই



কুমিল্লার বার্তা ডেস্ক ● তিন কেজি গাঁজার টাকা নিয়ে এক কেজি দেয়ায় জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন করলেন এক নারী। ফোন করে মাদক কারবারির বিরুদ্ধে অভিযোগ দিয়ে নিজেই ধরা পড়লেন ওই নারী।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সোমবার ভোরে কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের এসআই মো. জাকির হোসেনের কাছে ফোন আসে জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বর থেকে।

তাকে ফোনে জানানো হয় ব্রাহ্মণপাড়া বাজারে এক নারী গাঁজা ব্যবসায়ী রয়েছেন। খবর পেয়েই ফোর্স নিয়ে ছুটে যান এসআই মো. জাকির।
তবে পুলিশ আসার আগেই স্থানীয় পাইকারি মাদক কারবারি পালিয়ে যান। এ সময় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন দেয়া খুচরা মাদক ব্যবসায়ী সালমা বেগমকে (৪০) গ্রেফতার করে পুলিশ।
জানা যায়, গাঁজা ব্যবসায়ী সালমা বেগম থাকেন নারায়ণগঞ্জের ফতুল্লায়। তার গ্রামের বাড়ি বরিশালের মুলাদী উপজেলায়। কুমিল্লার ব্রাহ্মণপাড়ার সীমান্ত এলাকার মাদক ব্যবসায়ী আবদুর রহিমের কাছ থেকে গাঁজা কেনে বিক্রি করেন তিনি।
শনিবার সকালে তিন কেজি গাঁজার জন্য রহিমকে টাকা দেন সালমা। রহিম তিন কেজির টাকা নিয়ে গাঁজা দেন এক কেজি। এতে ক্ষিপ্ত হয়ে রহিমের সঙ্গে সালমার বাগবিতণ্ডা হয়।
একপর্যায়ে জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন দিয়ে বিস্তারিত জানান সালমা। তাৎক্ষণিক ৯৯৯ থেকে ব্রাহ্মণপাড়া থানা পুলিশকে বিষয়টি জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কৌশলে সটকে পড়েন পাইকারি ব্যবসায়ী রহিম। এ সময় এক কেজি গাঁজাসহ সালমাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের এসআই মো. জাকির হোসেন বলেন, বিষয়টি এমন হবে বুঝতে পারিনি। ঘটনাস্থলে গিয়ে আমি অবাক হলাম। আবদুর রহিমকে পাওয়া না গেলেও সালমাকে গাঁজাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতার সালমা ও পলাতক মাদক কারবারি আবদুর রহিমকে আসামি করে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। রহিমকে ধরতে অভিযান চলছে।

‘প্রেমিক ডেকে নেওয়ার পর দলবেঁধে ধর্ষণ’, আটক ৫

‘প্রেমিক ডেকে নেওয়ার পর দলবেঁধে ধর্ষণ’, আটক ৫

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় এক কিশোরীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে; পরে পুলিশ পাঁচজনকে আটক করেছে।


বুধবার আইয়ূবপুর ইউনিয়নের কানাইনগর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
এরা হলেন- নূর মোহাম্মদ (১৯), মো. রুবেল (২৮), মো. পারভেজ (১৯), মো. হৃদয় (১৯) ও মো. শাওন (১৯)। তাদের সবার বাড়ি বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন এলাকায়।
বাঞ্ছারামপুর থানার ওসি সালাউদ্দিন চৌধুরী বলেন, আইয়ূবপুর ইউনিয়নের কানাইনগর গ্রামের জামাল মিয়ার ছেলে নূর মোহাম্মদের সাথে ধর্ষণের শিকার ওই কিশোরীর ঘনিষ্ঠতা ছিল।
“সেই সূত্র ধরে মঙ্গলবার সন্ধ্যার পর কৌশলে নূর মোহাম্মদ ওই কিশোরীকে বাড়ি থেকে বের করে কানাইনগর গ্রামের একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে।”
ওসি বলেন, এরপর সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা নূর মোহাম্মদের সহযোগীরাও মেয়েটিকে ধর্ষণ করে। মেয়েটির মা বাড়িতে মেয়েকে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে ঘটনাস্থলের কাছাকাছি গিয়ে চিৎকার শুনতে পান। এ সময় ধর্ষণকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ওসি সালাউদ্দিন জানান, কিশোরীর মায়ের কাছ থেকে ঘটনার খবর পেয়ে ভোররাতে অভিযান চালিয়ে ধর্ষণের ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।
এ ঘটনায় ছয়জনের বিরুদ্ধে ওই কিশোরীর মা থানায় মামলা দায়ের করেছেন বলে ওসি জানান।

উপজেলা নির্বাচন : নালিতাবাড়ীতে আ’লীগের তৃণমূল ভোটে মোশারফ বিজয়ী

উপজেলা নির্বাচন : নালিতাবাড়ীতে আ’লীগের তৃণমূল ভোটে মোশারফ বিজয়ী



আসন্ন নালিতাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে আ’লীগের একক প্রার্থী নির্ধারণে তৃণমূল ভোটে তরুণ শিল্পপতি ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন বিজয়ী হয়েছেন। প্রাপ্ত ভোট ১৫১। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সাবেক সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান লেবু। প্রাপ্ত ভোট ১২০।
দলীয় সূত্র জানায়, হাইকমান্ডের নির্দেশনা অনুযায়ী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের একক প্রার্থী নির্ধারণে গত ২৮ জানুয়ারি দলের কার্যনির্বাহী সভা আহবান করা হয়। সভায় ৬ জন প্রার্থী হলেও শেষ পর্যন্ত তৃণমূল ভোটে লড়াই করেন ৪ জন। ৩০ জানুয়ারি সকাল দশটায় তৃণমূল ভোট শুরু হয়। বেলা দুইটা পর্যন্ত চলে ভোটগ্রহণ। ২৮২ জন ভোটারের মধ্যে ২৮০ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণণা শেষ হয় বিকেল পৌণে চারটায়। ঘোষণা করা হয় বিকেল চারটায়।
এছাড়াও অন্যান্য প্রার্থীর মধ্যে আব্দুল হালিম উকিল পেয়েছেন ৭ ভোট এবং আসাদুজ্জামান পেয়েছেন ১ ভোট।

নালিতাবাড়ীতে আ’লীগের তৃণমূল ভোট : বাইরে বিচ্ছিন্ন ঘটনা, ভেতরে শান্তিপূর্ণ ভোট

নালিতাবাড়ীতে আ’লীগের তৃণমূল ভোট : বাইরে বিচ্ছিন্ন ঘটনা, ভেতরে শান্তিপূর্ণ ভোট


শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের একক প্রার্থী বাছাইয়ে তৃণমূল ভোটগ্রহণ শেষ পর্যায়ে। বাইরে বিচ্ছিন্ন ঘটনা থাকলেও ভেতরে শান্তিপূর্ণ পরিবেশে চলছে এ ভোট গ্রহণ। ৩০ জানুয়ারি বুধবার সকাল দশটা থেকে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান এ তিনটি পদে আওয়ামী লীগের একক তথা দলীয় প্রার্থী বাছাইয়ে তৃণমূল ভোট গ্রহণ শুরু হয়। তৃণমূল ভোটে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট প্রয়োগ করছেন সর্বমোট ২৮২ জন ভোটার। দলীয় কার্যালয়ে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ভোটাধিকার প্রয়োগ করছেন তৃণমূলের নেতারা। তবে এর বাইরে বিচ্ছিন্ন ঘটনার খবর পাওয়া গেছে। চেয়ারম্যান পদে লেবু ও মোশারফ সমর্থিত দুই গ্রুপের সমর্থকদের মধ্যে বিচ্ছিন্ন ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ ৩জন আহত হয়েছে। আহতরা হলেন- লেবু সমর্থিত জিয়াউদ্দিন এবং মোশরাফ সমর্থিত রূপনারায়নকুড়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান ও মোশারফের ভাতিজা ইউসুফ আলী। এরমধ্যে জিয়াউদ্দিনকে ময়মনসিংহ মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। বর্তমানে ভিতরে-বাইরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

সীমান্তের ওপারে পড়ে আছে বাংলাদেশির লাশ

সীমান্তের ওপারে পড়ে আছে বাংলাদেশির লাশ


চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বারাদি সীমান্তবর্তী ভারতের 100 গজ অভ্যন্তরে মমিনুল ইসলাম 42 নামে এক বাংলাদেশিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা ।

রোববার রাতে এ ঘটনা ঘটে নিহত অহিদুল ইসলাম উপজেলার নাস্তিক পুর গ্রামের আব্দুল মালেকের ছেলে এবং চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানায় পুলিশ।

স্থানীয়রা জানায় সোমবার বেলা 11 টার দিকে বাড়াদি গ্রামের কৃষকরা বাড়াদি সীমান্তের
৮০ মেইন পিলার বরাবর 16 টি পেলে কাছে ভারতের 105 অভ্যন্তর কৃষি কাজ করতে গিয়ে অহিদুল ইসলাম এর লাশ দেখতে পায়। তারা স্থানীয় বিজিবি ক্যাম্পে খবর দিলে চুয়াডাঙ্গা 6 নং ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমাম হাসান ও দামুড়হুদা থানা পুলিশের ওসি ঘটনাস্থল পরিদর্শন করেন ।
দামুড়হুদা থানা পুলিশের ওসি সুকুমার বিশ্বাস বলেন ।এই হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি ধারণা করা হচ্ছে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ ঘটনা ঘটেছে নিহত ইসলামের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
চুয়াডাঙ্গা 6 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমাম হাসান হত্যাকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।

নালিতাবাড়ীতে সেচপাম্প নিয়ে বিরোধের জেরে কুপিয়ে পিটিয়ে হত্যা

নালিতাবাড়ীতে সেচপাম্প নিয়ে বিরোধের জেরে কুপিয়ে পিটিয়ে হত্যা
photo credit banglarkagoj


শেরপুরের নালিতাবাড়ীতে বিআরডিবি কৃত পরিচালিত একটি গভীর নলকূপের মালিকানা নিয়ে চলমান দ্বন্দ্বের জেরে পিটিয়ে ও কুপিয়ে আহত ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আমজাদ আলী (৬৫) নামে একজন মারা গেছেন। গত 19 জানুয়ারি শুক্রবার মধ্যরাতে মারধরের পর 28 জানুয়ারি ভোর ছয়টায় মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন ।
জানা গেছে উপজেলা কাওলারা  গ্রামে বিআরডিবি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড পরিচালিত গভীর নলকূপের মালিকানা নিয়ে দীর্ঘদিন যাবৎ মুমিন আলী ও আমজাদ আলীর দুই পক্ষের দ্বন্দ্ব মাঝে চলে আসছিল। ঘটনার রাতে নলকূপ টির মালিকানার দাবিদার মমিন আলী ও তার পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র  সজ্জিত হয়ে নলকূপ টি দখলে নিতে অতর্কিতে চালকে এরশাদ আলীর উপর হামলা চালায় ।এ সময় তার চিৎকার দখলদার পক্ষের প্রধান কাওলারা  কৃষক সমবায় সমিতির সভাপতি আমজাদ আলী দৌড়ে এলে হামলাকারীরা তার ওপর চড়াও হয় এবং বেদম পিটিয়ে ও কুপিয়ে জখম করে ফেলে রাখে ।পরে আশপাশের লোকজন এসে আমজাদ আলীকে  উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ  হয়ে অবশেষে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ।সেখানে 10 দিন আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে সোমবার ভোর ছয়টা আমজাদ আলী  মারা যায়।  এদিকে হামলার ঘটনায় 20 জানুয়ারি শনিবার নিহতের ছেলে দেলোয়ার হোসেন বাদী হয়ে মোমেন আলীসহ 13 জনকে আসামি করে নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই  আমিনুল ইসলাম জানান, দীর্ঘদিনের বিরুদ্ধে জেরে হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে। 13 আসামির মধ্যে দুজন গ্রেফতার, একজন পলাতক এবং অন্যরা জামিনে রয়েছে। তবে আহত আমজাদ আলী মৃত্যুর ঘটনায় মামলাটি হত্যা মামলার রূপ নিবে বলে তিনি নিশ্চিত করেন ।

শেরপুরে ইয়াবা ও ফেনসিডিলসহ আটক এক

শেরপুরে ইয়াবা ও ফেনসিডিলসহ আটক এক


শেরপুরে অভিযান চালিয়ে 50 বোতল ফেনসিডিলসহ 100 পিস ইয়াবাসহ সবুজ মাহমুদ (30) নামে এক ফটো কপির মেশিন বিক্রেতাকে আটক করেছে পুলিশ ।বৃহস্পতিবার (17) ই জানুয়ারি রাতে শহরের নিউ মার্কেট নিজ দোকান থেকে তাকে আটক করা হয় । আটককৃত সবুজ ঝিনাইগাতী উপজেলা হলদিগ্রাম এলাকার আবদুল আজিজের ছেলে

পুলিশ জানায় শেরপুর শহরে নিউ মার্কেট ফটো পিয়ার মেশিন বিক্রি অন্তরালে দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছিল সবুজ মাহমুদ। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই কামরুল সঙ্গীর ফোর্স নিয়ে তার দোকানে অভিযান চালিয়ে 50 বোতল ফেন্সিডিল ও 100 পিস ইয়াবাসহ সবুজ মিয়াকে হাতেনাতে আটক করে ।
শেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম জানান মাদক এর উৎস কোথায় তা বের করতে আটক সবুজকে মাহমুদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ও তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে

কাকরকান্দি ইউনিয়নে বিদ্যুৎ দেবার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে একটি সিন্ডিকেট

কাকরকান্দি ইউনিয়নে বিদ্যুৎ দেবার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে একটি সিন্ডিকেট


শেরপুর,নালিতাবাড়ি তে বিদ্যুতে সংযোগ দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে একটি সিন্ডিকেট। উপজেলার কাকারকান্দী ইউনিয়নের বরুয়াজানী গ্রামে ২৩৯টি পরিবারের মাঝে বিদ্যুৎ সংযোগ দেওয়ার নাম করে প্রায় ১৫ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে  সিন্ডিকেটটি।

জানা যায়, শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি ভাত শালা  জোনাল অফিসের আওতায় ১৫১ নং লটের অধীনে বরুয়াজানী গ্রামে পল্লী বিদ্যুতের নিজস্ব খরচে প্রায় ২৫ লক্ষ টাকা ব্যায়ে পৌনে ৩ কিলোমিটার বিদ্যুৎ সংযোগের লাইন নির্মাণের কাজ চলছে।

রবিবার সরেজমিনে গেলে, বরুয়াজানী গ্রামের বিদ্যুৎ প্রত্যাশী গ্রাহকরা সাংবাদিকদের জানান, বিদ্যুৎ দেওয়ার কথা বলে  বরুয়াজানী  গ্রাম থেকে স্থানীয় কিছু নেতা  বিদ্যুৎ দিবার নাম করে পরিবার প্রতি ৬ হাজার টাকা উত্তোলন করে। তিন সদস্যের এ সিন্ডিকেটটি ক্ষমতার প্রভাব খাটিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে বিশাল অংকের টাকা হাতিয়ে নিয়েছে। বিপুল অংকের টাকা হাতিয়ে নেওয়ার পরও বিদ্যুৎ না পাওয়ায় স্থানীয়রা এই সিন্ডিকেটের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও অচিরেই বিদ্যুৎ সংযোগের জন্য যথাযথ কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে। অতুল রিচিল (৩০) এ সবার কাছ থেকে টাকা উঠেছে, অতুল রিচিল (৩০) বিদ্যুতের লেবারদের বলে ।যারা টাকা দিয়েছে তাদেরকে শুধুমাত্র সার্ভিস তার দিবেন তা ছাড়া কাউকে দেবেন না ।এ নিয়ে প্রতিবাদ করাতে স্থানীয় ছেলে কে নানা ধরনের হুমকি ধামকি দিয়ে চলেছে অতুল দিসিল এবং স্থানীয় কিছু নেতা যারা এই সিন্ডিকেটের সাথে জড়িত ।এ বিষয়ে আমরা উপর মহলে কথা বলেছি এবং উপর মহলে আমরা একটা অভিযোগ দিয়েছি। তারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন ব্যাপারটা তারা দেখবে ।ডিজিএম এর সাথে নিউজ নালিতাবাড়ী কথা বলে ডিজিএম  স্পষ্ট ক্লিয়ারলি বলে দিয়েছে
কেউ যদি টাকা নিয়ে বিদ্যুৎ দেওয়ার নাম করে আসে তাহলে তাকে যেন বেঁধে রেখে ডিজিএম কে খবর দেওয়া হয় ।এবং ডিজিএম তার ব্যবস্থা নেবে।

শেরপুর একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এতে যুক্ত আছে

রফিক  এন্টারপ্রাইজের ম্যানেজার মো: আমিন  জানান, বরুয়াজানী গ্রামে বিদ্যুৎ সংযোগ দেওয়ার নাম করে একটি সিন্ডিকেট বিশাল অংকের টাকা নিয়েছে বলে আমিও শুনেছি, তবে তাদের সাথে রফিক এন্টারপ্রাইজের টাকা পয়সার লেনদেন হয়নি, কাজ করার সময় তারা আমার লেবারদেরকে আপ্যায়ন করিয়েছে।

বিদ্যুতের নামে টাকা আত্মসাতের বিষয়ে শেরপুর পল্লীবিদ্যুৎ সমিতি ভাতসালা  জোনাল অফিসের ডিজিএম মাসরুল হক খান জানান, শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ এই স্লোগানে শুধু মাত্র সংযোগ ও সদস্য ফি ৪ শত ৫০ টাকার বিনিময়ে শতভাগ বিদ্যুতায়নের লক্ষে আমরা বিদ্যুৎ প্রদান করছি। আমার অফিসের কেউ অতিরিক্ত টাকা আদায়ের সাথে জড়িত নয়।

ডিজিএম আরো বলেন যারা বিদ্যুৎ দেবার নাম করে টাকা হাতিয়ে নিচ্ছে তাদেরকে বেঁধে রেখে আমাকে খবর দিন আমি তাদের নিজ হাতে জেলে ঢুকাবো ।

ডিজিএম এর বক্তব্য শুনতে এখানে ক্লিক করুন

কাকরকান্দি ইউনিয়নে মোট নতুন বিদ্যুৎ সংযোগ পেয়েছে ১৫০০ গ্রাহক। আর তারা সবাই ছয় হাজার করে টাকা দিয়ে তারপর বিদ্যুৎ সংযোগ পায় ।যারা টাকা দিতে না পেরেছে তাদের ঘরেও বিদ্যুৎ যায়নি ।


মোট নতুন সংযোগ ১৫০০++
প্রত্যেক গ্রাহক প্রতি সিন্ডিকেট হাতিয়ে নিয়েছে 6 হাজার করে টাকা।

১৫০০x 6=9000000 টাকা 
প্রায় 90 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে সিন্ডিকেটটি শুধুমাত্র কাকরকান্দী ইউনিয়ন থেকে।

পল্লী বিদ্যুতের আইন সম্বন্ধে জানতে এখানে ক্লিক করুন


ডেস্ক রিপোর্ট
নিউজ নালিতাবাড়ি