নালিতাবাড়ীতে আ’লীগের তৃণমূল ভোট : বাইরে বিচ্ছিন্ন ঘটনা, ভেতরে শান্তিপূর্ণ ভোট
শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের একক প্রার্থী বাছাইয়ে তৃণমূল ভোটগ্রহণ শেষ পর্যায়ে। বাইরে বিচ্ছিন্ন ঘটনা থাকলেও ভেতরে শান্তিপূর্ণ পরিবেশে চলছে এ ভোট গ্রহণ। ৩০ জানুয়ারি বুধবার সকাল দশটা থেকে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান এ তিনটি পদে আওয়ামী লীগের একক তথা দলীয় প্রার্থী বাছাইয়ে তৃণমূল ভোট গ্রহণ শুরু হয়। তৃণমূল ভোটে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট প্রয়োগ করছেন সর্বমোট ২৮২ জন ভোটার। দলীয় কার্যালয়ে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ভোটাধিকার প্রয়োগ করছেন তৃণমূলের নেতারা। তবে এর বাইরে বিচ্ছিন্ন ঘটনার খবর পাওয়া গেছে। চেয়ারম্যান পদে লেবু ও মোশারফ সমর্থিত দুই গ্রুপের সমর্থকদের মধ্যে বিচ্ছিন্ন ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ ৩জন আহত হয়েছে। আহতরা হলেন- লেবু সমর্থিত জিয়াউদ্দিন এবং মোশরাফ সমর্থিত রূপনারায়নকুড়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান ও মোশারফের ভাতিজা ইউসুফ আলী। এরমধ্যে জিয়াউদ্দিনকে ময়মনসিংহ মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। বর্তমানে ভিতরে-বাইরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।


