কাকরকান্দী বাজারে মোবাইল চোরের কারখানা

                কাকরকান্দী বাজারে মোবাইল চোরের কারখানা 




কাকরকান্দী দক্ষিণ বাজারে গ্রামিনফোন মোবাইল টাওয়ার এর পাশে নাম না জানা কিছু মোবাইল চোর ঢাকা থেকে মোবাই ফোন চোরি করে এনে কাকরকান্দী বাজারে অল্প দামে বিক্রি করে এই মোবাইল চুরের ব্যবসার সাথে অনেক দিন দরে জড়িত আছে। প্রভাব সালি নেতার সাথে উঠা বসা দেখে কেও কিছু বলেনি এতো দিন। ব্যাপারটা নিউজ নালিতাবাড়ী নজরে আসে । আর তখন থেকে নিউজ নালিতাবাড়ী প্রথমবার নিউজ টি প্রকাশ করে । স্থানীয় এক লোক নিউজ নালিতাবাড়ী কে জানায়। ঢাকা থেকে এসব মোবাইল ফোন চুরি করে স্থানীয় গ্রামের বাজারে বিক্রি করে সেই সাথে অল্প দামে পাবলিক ভালো ভালো ফোন অল্প দামে কিনতে পারে বলে এতদিন বিষয়টি নজরে আসেনি। প্রায় তিন বছর যাবত এই ব্যবসা সে করে আসছে। 


শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট