এবার চাকরি নিয়ে টানাটানি



শ্রমিকদের এক সপ্তাহের আন্দোলনের পরিপ্রেক্ষিতে মজুরি কাঠামো সমন্বয় করা হয়েছে। অনেক শ্রমিক এখন কাজে ফিরেছে। কিন্তু আন্দোলনের সঙ্গে যুক্ত সাভার আশুলিয়া এলাকায় শ্রমিকরা চাকরি নিয়ে টানাটানি তে পড়েছে । তারা গ্রেপ্তার আতঙ্কে রয়েছে। 
এর মধ্যে বিভিন্ন কারখানা কর্তৃপক্ষের চুরি-ভাঙচুর মারধর কারখানার ক্ষতি করা ও হুমকি দেওয়ার অভিযোগে প্রায় আড়াই হাজার শ্রমিককে আসামি করে মামলা করেছে ।পুলিশ 20 জনের শ্রমিককে গ্রেফতার করেছে। সবমিলিয়ে শ্রমিকদের মধ্যে আশঙ্কা অস্থি ও আতঙ্ক বিরাজ করছে ।
শ্রমিক সংগঠনগুলোর নেতারা বলেছে মামলার নাম উল্লেখ করা হয় ।এমন শ্রমিকদের প্রায় সবাই চাকরীচ্যুত হয়েছে। আসামিদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী শ্রমিক রয়েছে। ছাতায় ও মামলার প্রতিবাদে তারা কর্মসূচি নিয়ে মাঠে নামবে বলে জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সঞ্চিতা সভাপতি তাসলিমা আক্তার ।

জানতে চাইলে তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান গত রাতে নিউজ নালিতাবাড়ী কে বলেন, গত মঙ্গলবার সচিবালয়ে সরকার মালিক ও শ্রমিকদের টোকিও বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ,কোন নিরীহ শ্রমিককে হয়রানি করা যাবে না। শুধু নিজ সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিশৃঙ্খলা জড়িত ব্যক্তিদের আইনের আওতায় নেওয়া যাবে। সেইসঙ্গে নির্দেশনা মেনে কয়েকটি কারখানায় মামলা করেছে ।কোন নিরীহ শ্রমিকের হয়রানি করা হচ্ছে না। শ্রমিক ছাঁটাইয়ের বিষয়ে কোনো শ্রমিক কিংবা শ্রমিক নেতা আমাদের কাছে অভিযোগ করেনি বিষয়টি আমার জানা নেই।। 

ইতিমধ্যে আশুলিয়া থানা আইটি এবং সাভার থানা দুটি মামলা হয়েছে ।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রেজাউল হক গতকাল বৃহস্পতিবার নিউজ নালিতাবাড়ী কে বলেন ,শ্রমিক অসন্তোষের ঘটনায় তারা থানায় দায়ের হওয়া আইডি মামলার 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে ।আরো কয়েকটি মামলা প্রক্রিয়াধীন রাতে এগুলো হতে পারে। আর সাভার থানার পুলিশ জানিয়েছে এই থানা দুটি মামলার তারা আট জনকে গ্রেপ্তার করেছে।
গতকাল জামগড়া এলাকায় কথা হয় খুশি বেগম সহ কয়েকজন নারী শ্রমিকদের সঙ্গে তাদের পরিচিত কয়েকজন পুরুষ সহকর্মী মামলা আসামি হয়েছে তারা কারখানায় আসছেন তারা মামলা বিষয় তদবির করার জন্য এখন বিভিন্ন শ্রমিক সংগঠন নেতাদের সঙ্গে যোগাযোগ করেছে।বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাভার আশুলিয়া অঞ্চলের আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ ইব্রাহিম নিউজ নালিতাবাড়ী কে বলেন চাকরীচ্যুত হয়ে তাদের কাছে বিলুপ্ত আসছেন ।এফএনএফ অ্যাপারেলস অল আউট গাউছিয়া গার্মেন্টস নিট এশিয়া 1 ও 2 হলিউড গার্মেন্টস। চাকরীচ্যুত শ্রমিকরা যোগাযোগ করেছেন। 

শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট