নতুন করে বিয়ে-বন্ধনে আবদ্ধ হওয়ার ১৭ দিন পর রাজধানীর এক রেস্টুরেন্টে সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়ে নিজের বিয়ের কথা বলেন সংগীতশিল্পী সালমা।
তিনি গ্লিটজকে জানান, ৩১ ডিসেম্বর পারিবারিকভাবে গাঁটছড়া বাঁধেন তিনি।
পাত্র সানাউল্লাহ নূরে সাগর পেশায় আইনজীবী; ময়মনসিংহের এ তরুণ বার অ্যাট ল’ সম্পন্ন করতে যুক্তরাজ্যে অবস্থান করছেন। মাস চারেক পর স্বামী দেশে ফিরলে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে বলে জানালেন তিনি।
স্বামীর সঙ্গে পুর্ব পরিচয় ছিল না জানিয়ে সালমা বলেন, "দুই পরিবারের সম্মতিতেই বিয়ে করেছি।"
তবে দিন দুয়েক আগেও এ শিল্পী তার জন্মদিনে সাংবাদিকদের জানিয়েছিলেন, চলতি বছরই বিয়ে করবেন, পরিবার থেকে পাত্রও দেখা হচ্ছে।
বিষয়টি নিয়ে সালমা গ্লিটজকে বলেন, "তখন আসলে জানাতে চাইনি। সবাইকে একসঙ্গে জানাব বলেই অপেক্ষা করছিলাম।"
এর আগে ২০১১ সালে পারিবারিকভাবে শিবলী সাদিককে বিয়ে করেছিলেন তিনি। ২০১২ সালে তাদের সংসারে কন্যা সন্তান স্নেহার জন্ম হয়। পাঁচ বছরের মাথায় ২০১৬ সালের নভেম্বরে তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ ঘটে।
এর আগে ২০১১ সালে পারিবারিকভাবে শিবলী সাদিককে বিয়ে করেছিলেন তিনি। ২০১২ সালে তাদের সংসারে কন্যা সন্তান স্নেহার জন্ম হয়। পাঁচ বছরের মাথায় ২০১৬ সালের নভেম্বরে তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ ঘটে।


