নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী শিল্পপতি হাজ্জী মোশারফ হোসেন


সদ্য সমাপ্ত হওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই জাতীয় নির্বাচন কমিশন মেয়াদ শেষ হতে চলা উপজেলা পরিষদের নির্বাচন সম্পন্ন করার ঘোষনা দিয়েছেন। এরপর থেকেই শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদের নির্বাচনে অংশ গ্রহন করার জন্য আওয়ামী লীগের অনেকেই দলীয় মনোনয়ন পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন। এমন প্রত্যাশা ব্যাক্ত করে নিজের অবস্থান জানালেন তরুণ শিল্পপতি ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী 
মোশারফ হোসেন।

মনোনয়ন প্রত্যাশী হাজী মোশারফ হোসেন জানান, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমি একজন প্রার্থী। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আমার উপর অর্পিত দায়িত্ব ও দলীয় কার্যক্রম অত্যন্ত স্বচ্ছ এবং সততার সাথে করতে আপ্রাণ চেষ্টা করে চলেছি আমি। মাঠ পর্যায়ের নেতাকর্মীদের বিপদে আপদে ও যে কোন সমস্যা নিয়ে আমার কাছে আসলে তা সমাধানের চেষ্টা করেছি। সঙ্গত কারনেই তৃণমুলের নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালবাসা এবং দোয়া রয়েছে আমার প্রতি। আমি আশা করি দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে আমার বিশ্বাস নালিতাবাড়ীর সর্বস্তরের জনগন বিপুল ভোটে আমাকে নির্বাচিত করবে। আমি সবাইকে সাথে নিয়ে রাজনীতির মাঠে প্রতিপক্ষের সাথে লড়াই করে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদটি ছিনিয়ে আনব। তবে তা হবে দলীয় মনোনয়ন প্রাপ্তি সাপেক্ষে। কারন আমি দলের বাইরে গিয়ে নির্বাচন করব না। তিনি আরো বলেন, দল যদি আমাকে মনোনয়ন না দেয়। তাহলে যাকেই মনোনয়ন দিবেন আমি তার পইে কাজ করব।

তিনি দৃঢ় মনোবল প্রকাশ করে বলেন, বিগত সময়ে সবসময় তিনি দলের পাশে থেকে সার্বিকভাবে দল গোছাতে সহযোগিতা করেছেন। সুখ-দুঃখে সাধারণ মানুষের পাশে রয়েছেন। এমতাবস্থায় সাধারণ মানুষই তাকে চেয়ারম্যান পদে প্রার্থী হতে উৎসাহ দিয়ে যাচ্ছেন।

এদিকে, নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দুইবারের নির্বাচিত রাজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ বকুল বলেন, সাংগঠনিক সম্পাদক হিসেবে আমি দল গোছানোর কাজ করেছি। মাঠ পর্যায়ে নেতাকর্মীদের সাথে আমার যোগাযোগও ভাল। তাই আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আমি আওয়ামী লীগ থেকে জোড়ালোভাবে মনোনয়ন চাইব।

অপরদিকে, নালিতাবাড়ী উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান (মহিলা) আছমত আরা আছমা আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে সকলের দোয়া প্রার্থনা করে চলেছেন।


শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট