![]() |
| Lunar eclipse www.tareqnation.com |
আগামী 21 জানুয়ারি সোমবার পূর্ণ চন্দ্রগ্রহণ ঘটবে। আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর (আই এস পি আর )এ সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবারে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয় ঐদিন 8 টা 36 মিনিটে 30 সেকেন্ড বিএসটিতে গ্রহণ টি শুরু হয়ে হয়ে বেলা 1:38 বি এস টি তে গ্রহণ শেষ হবে। 11 টা 12 মিনিট 16 সেকেন্ডের বি এস টি তে কেন্দ্রীয় গ্রহণ ঘটবে ।গ্রহণ এর সর্বোচ্চ মাত্রা হবে ১.১৯৫৩।
বাংলাদেশ গ্রহণ কি দেখা যাবে না। তবে উত্তর ও দক্ষিণ আমেরিকা গ্রহণ কি পুরোপুরি ভাবে এবং পশ্চিম ইউরোপে উত্তর পশ্চিম আফ্রিকার কিছু স্থানে আংশিকভাবে দেখা যাবে।


